ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

ম্যাচ হেরে বাংলাদেশের মানুষ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

ম্যাচ হেরে বাংলাদেশের মানুষ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত

ম্যাচ হেরে বাংলাদেশের মানুষ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৮ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের নমব আসর শেষ করেছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে বোলাররা ভালো করলেও ব্যাটাররা সেই ভালোটা ধরে রাখতে পারেননি। ব্যর্থ হয়েছেন চরমভাবে।

গ্রুপ পর্বে ৩টি ম্যাচ জিতে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সেখানে প্রথম দুটি ম্যাচ হারার পরও মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে সুযোগ ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। কিন্তু সেই হিসাব মেলাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

তাই ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, পুরো টুর্নামেন্ট নিয়ে আমি বলব, আমরা সবাইকে হতাশ করেছি। আমাদের খেলা যারা অনুসরণ করেন, যারা আমাদের সব সময় সমর্থন করেন, তাদের আমরা হতাশ করেছি। পুরো দলের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। -


নাজমুল এখানেই থামেননি। তিনি আরো বলেন, ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা সমর্থকদের হতাশ করেছি। পুরো দেশের মানুষকে বলতে গেলে কষ্ট দিয়েছি। কিন্তু চেষ্টার কমতি ছিল না। সবাই চেষ্টা করেছে কিন্তু আমরা পারিনি। এটার জন্য দলের পক্ষ থেকে আমি সরি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি