এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম
বিয়ে করলেন সোনাক্ষী-জাহির
সপ্তাহখানেক ধরেই জল্পনা চলছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেদির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ-সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ছবিশিকারিদের।
আর রোববার বিয়ে সারলেন সোনাক্ষী ও জাহির। সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী। আর সাদা পাঞ্জাবিতেই দেখা মিলল জহিরের।
জানা যায়, সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল তাদের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশেষ দিনেই বৈবাহিক জীবন শুরু করলেন তারা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেও নিয়েছেন নবদম্পতি। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য বলিউড তারকারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি