এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
কোপায় পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কানাডা
আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার চলমান আসর শুরু করে কানাডা। তবে দ্বিতীয় ম্যাচে পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে তারা। বুধবার (২৬ জুন) পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছে জেসি মার্শের দল। কোপা আমেরিকায় কানাডার ইতিহাসের এটি প্রথম জয়।
কানসাসের চিলড্রেনস পার্কে বল দখলে শুরু থেকেই দাপট দেখিয়েছে কানাডা। কিন্তু গোল করতে পারেনি তারা। তবে ভালো কিছু সুযোগ তৈরি করেছিল পেরু। কানাডার গোলরক্ষক মেক্সিম ক্রিপাউয়ের দৃঢ়তায় তারাও গোল করতে পারেনি। এদিন দারুণ কিছু সেভ দিয়েছিলেন মেক্সিম। পিয়েরো কুইসপি ও গিয়ানলুকা লেপাদুলার দুর্দান্ত শট ফিরিয়ে দিয়েছেন তিনি।
এদিন তীব্র গরমে ম্যাচের প্রথমার্ধে একজন সহকারী রেফারি অজ্ঞান হয়ে পড়েন। মাঠের পাশেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।
ম্যাচের ৫৯তম মিনিটে ফাউল করে লালকার্ড দেখেন পেরুর ডিফেন্ডার মিগুয়েল আরাওজো। এতে ১০ জনের দলে পরিণত হয় পেরু। দারুণ সুযোগ আসে কানাডার সামনে। সেই সুযোগ হাতছাড়া করেনি দ্য রেডরা।
৭৪তম মিনিটে পেরুর জালে বল জড়িয়ে দেয় কানাডা। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত শটে নিশানা খুঁজে বের করেন জোনাথন ডেভিড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি