ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

৫৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

৫৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

৫৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

 উড়তে থাকা আফগানিস্তান সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। সকালে শুরু হওয়া প্রথম সেমিফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ৫৬ রানে অল আউট্ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলিং মাত্র ১১.৫ ওভারে সব উইকেট হারায়।

আফগানিস্তানের রান অনেকটা টেলিফোন নাম্বারের মতো হয়েছে। একের পর এক উইকেট হারিয়েছে তারা। একমাত্র আজমাতুল্লাহ ওমরজাই নিজের রানকে দুই অংকে নিতে সমর্থ হন। খুব বেশি রান করতে পারেননি। মাত্র ১০ রান করেছেন। অন্যরা ক্রিজে এসেছেন আর ফিরেছেন। তিন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি। 

আফগানিস্তানের সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ১৩ রান এসেছে এ খাত থেকে।

দক্ষিণ আফ্রিকার  মার্কো ইয়ানসেন ও তাবরিজ শামসি ছিলেন সফল বোলার। উভয়ে তিনটি করে উইকেট পেয়েছেন। তবে শামসি মাত্র ৬ রানে তিন উইকেট পান। ইয়ানসেনের খরচ ১৬ রান। কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া দুটো করে উইকেট পান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি