ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এরদোগানের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০৬:০৬ পিএম

লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এরদোগানের

লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এরদোগানের

 ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। বুধবার দেশটির পার্লামেন্টে তার দল একে পার্টির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মুসলিম বিশ্বকেও লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা।

তিনি বলেন, ‘ঘটনাক্রমে দেখা যাচ্ছে গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ইসরায়েল এখন লেবাননের দিকে ঝুঁকছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো এক্ষেত্রে ইন্ধন দিয়ে চলেছে। যা এ অঞ্চলটিতে ডেকে আনবে বিপর্যয়।’

তিনি আরো বলেন, ‘নেতানিয়াহুর পরিকল্পনায় এ অঞ্চলে যুদ্ধ ছড়াবে, যা হবে এক বিশাল বিপর্যয়।’ মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে আহবান জানিয়ে তিনি বলেন,  ‘সবাইকে বলবো, লেবাননের জনগণের পাশে দাঁড়ান’।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি