এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম
ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজ রোববার শুরু
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও ভারতের আসাম রাজ্য হ্যান্ডবল এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আগামী ৩০জুন রোববার থেকে ২ জুলাই পর্যš Íপল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজ (পুরুষ ও নারী) শুরু হবে।
পুরুষ বিভাগে ঢাকা ও আসামের হ্যান্ডবল দলের মধ্যে ৪টি খেলা অনুষ্ঠিত হবে। এবং নারী বিভাগে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। সিরিজের সকল খেলা শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি