ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ছিল ২০২০ থেকে আড়াই কোটি কম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৫:০৬ পিএম

এবার বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ছিল ২০২০ থেকে আড়াই কোটি কম

এবার বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ছিল ২০২০ থেকে আড়াই কোটি কম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্কটি সমস্ত চ্যানেলে ৪ কোটি ৭৯ লাখ দর্শক আকর্ষণ করেছে, যা ২০২০ সালে ছিল ৭ কোটি ৩১ লাখ। সিএনএন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ।  

পলিটিকো জানায়, সিএনএন এই বিতর্কের আয়োজন করে এবং এই চ্যানেলের দু’জন বিখ্যাত সাংবাদিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। 

২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এই দুই প্রার্থীর প্রথমবারের উপস্থাপিত বিতর্ক ৭ কোটি ৩১ লাখ দর্শক দেখেছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কটি ৬ কোটি ৩০ লাখ দর্শক প্রত্যক্ষ করেছে।  

তবে ভিউয়ার রেটিং এজেন্সি নিলসেন শ্রোতাদের সংখ্যা সিএনএন-এর গণনার চেয়ে এক ধাপ বেশি,তাদের হিসাবে মার্কিন নেটওয়ার্ক জুড়ে এই দর্শক সংখ্যা ৫১.৩ মিলিয়ন।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের বিতর্কটি দেখেছিল রেকর্ড ৮ কোটি ৪০ লাখ দর্শক। 

হোস্ট হিসাবে, সিএনএন এটিকে অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার প্রস্তাব দেয়, সিএনএন’র  প্রতিদ্ব›দ্ধী ফক্স নিউজসহ সমস্ত বড় আমেরিকান স্টেশনগুলো এটি সম্প্রচারে সম্মত হয়।

চ্যানেলের নিজস্ব পরিসংখ্যান অনুসারে,ফক্স নিউজের ৯ মিলিয়নেরও বেশি দর্শক সিএনএন-এ টিউন করেছেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি