ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আর্জেন্টিনায় আটক ভেনেজুয়েলার বিমান নিয়ে চলছে নাটকীয়তা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ জুন, ২০২২, ০২:০৬ এএম

আর্জেন্টিনায় আটক ভেনেজুয়েলার বিমান নিয়ে চলছে নাটকীয়তা

গত সপ্তাহে ভেনেজুয়েলার একটি বিমান আটকে দিয়েছে আর্জেন্টিনা। বিমানটির ক্রুদের যে হোটেলে রাখা হয়েছে সেখানেও অভিযান পরিচালনা করা হয়েছে। বিমানে ১৪ ভেনেজুয়েলার ক্রু ও ৫ ইরানি ক্রু ছিলেন বলে জানা গেছে। ইরানিদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, ভেনেজুয়েলার ক্রুদের সেলফোন, কম্পিউটার ও কাগজপত্র রেখে দেওয়া হয়েছে। 

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, আটককৃত বিমানটি গত বছর ইরানের মাহান এয়ার থেকে কিনেছিল ভেনেজুয়েলার একটি সংস্থা। বর্তমানে বুয়েন্স এইরেসে রাখা বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি মেক্সিকো থেকে গাড়ির যন্ত্রাংশ নিয়ে আর্জেন্টিনার কর্ডোবা শহরে এসেছিল গত সোমবার। বিমানটির মালিকানা ভেনেজুয়েলার কনভিয়াসার অধীন ইমত্রাসুরের। এই প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। 

বিমানে যুক্তরাষ্ট্র কর্তৃক কালো তালিকাভুক্ত ইরানের বিপ্লবী সংস্থার সদস্য আছেন এই সন্দেহে আটক করা হলেও তার সত্যতা নিশ্চিতভাবে এখনো প্রমাণিত হয়নি। তাছাড়া বিমানে যারা ছিলেন তাদের কারও নামও ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ছিল না। ইরানও এ বিষয়ে সব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, পরমাণু চুক্তি নিয়ে চাপ সৃষ্টি করতেই বিমান আটক নিয়ে এত নাটকীয়তা।