ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

জর্জিয়ার রূপকথার ইতি, স্পেন কো. ফাইনালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ১০:০৭ এএম

জর্জিয়ার রূপকথার ইতি, স্পেন কো. ফাইনালে

জর্জিয়ার রূপকথার ইতি, স্পেন কো. ফাইনালে

থেমে গেল জর্জিয়ার রূপকথা। তিনবারের স্পেনের কাছে বিধ্বস্ত হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে তারা। রোববার তাদেরকে ৪-১ গোলে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা জার্মানির মুখোমুখি হবে।

কোলনে অনুষ্ঠিত এ ম্যাচে স্পেনের হয়ে গোল করেছেন রদ্রি, ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। সহজ জয় পেলেও স্পেনের বুকে ভয় ধরিয়ে দিয়েছিল এবারের টুর্নামেন্টের চমক জাগানো দল জর্জিয়া। গ্রুপ পর্বে চমক দেখানো দলটি স্পেনকে ম্যাচের শুরুতে থমকে দিয়েছিল। কেননা পাঁঁচ গোলের এ ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল জর্জিয়া। ১৮ মিনিটের সময় আত্মঘাতি গোলে তারা এগিয়ে গিয়েছিল। ওতার কাকাবাদজের ক্রস থেকে রবিন লে নরমান্ড নিজেদের জালে বল পাঠিয়ে দেন।

সময় যত গড়াচ্ছিল ততই ঘাম ঝরছিল স্পেনের কোচের। অবশেষে তাকে স্বস্তি এনে দেন রদ্রি।। ৩৯ মিনিটে উইলিয়ামসের কাছ থেকে বল পেয়ে রদ্রি সমতায় ফেরান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে একের পর এক স্পেন জর্জিয়ার জালে বল ফেলে। বিরতির পরপরই ৫১ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে ফাবিয়ান রুইজ গোল করে স্পেনকে এগিয়ে নেন। ৭৫ মিনিটে উইলিয়ামসের গোল জর্জিয়ার ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ করে দেয়। বদলি খেলোয়াড় ওলমো ৮৩ মিনিটে গোল করে জর্জিয়ার বিদায় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে উইলিয়ামস বলেন, কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে আমি আনন্দিত। ধীরে ধীরে আমরা ভালো খেলতে শুরু করেছি। যদি উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। আমরা যে গোলটি হজম করেছি সেটা ছিল একটা ভুল।'

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ জার্মানি সম্পর্কে বলেন, জার্মানি খুব শক্তিশালী দল। তাদেরকে হারানো কঠিন কাজ। তবে আমরা ভালো দল, যদি আমরা এভাবে খেলতে পারি তাহলে আমরা জয় পাব।'  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি