ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪৩ ফিলিস্তিনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ১০:০৭ এএম

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত নিহত হচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি।

গত নয় মাসে ইসরায়েলি নৃশংস হামলায় উপত্যকাটিতে অন্তত ৩৭ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের বিরুদ্ধে পরিচালিত এই ইসরায়েলি ‘হত্যাকাণ্ডে’ ৪৩ জন নিহত ও ১১১ জন আহত হয়েছেন। 


মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস গণহত্যা অব্যাহত রেখেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি