ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভয়াবহ নৃশংসতা: ছেলের সামনে মাকে পিষে দিলো ইসরায়েলি ট্যাংক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ১০:০৭ এএম

ভয়াবহ নৃশংসতা: ছেলের সামনে মাকে পিষে দিলো ইসরায়েলি ট্যাংক

ভয়াবহ নৃশংসতা: ছেলের সামনে মাকে পিষে দিলো ইসরায়েলি ট্যাংক

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ছেলে মুহান্নাদ আল-জামালের সামনে ইসরায়েলের একটি ট্যাংক তার মাকে পিষে দেয়। গত বৃহস্পতিবার ভয়াবহ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইউরো-মেড। 

সংস্থাটি বলেছে, ৬৫ বছর বয়সী বৃদ্ধা সাফিয়া হাসান মুসা আল-জামালের বাড়িতে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে তিনি আহত হন। এরপর তার ওপর দিয়ে ট্যাংক চালিয়ে বর্বর সেনারা । ছেলে মুহান্নাদ এই বর্বরতার প্রত্যক্ষ করেন।

মুহান্নাদ বলেছেন, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। ওই সময় ইসরায়েলি সেনারা গাজা সিটির শুজাইয়াতে প্রবেশ করে। ইসরায়েলিদের গুলি ও বোমা থেকে বাঁচতে তার মা, তিন বোন ও তাদের সন্তানরা ভবনের নিচ তলায় চলে আসেন। 

সন্ধ্যার পর ইসরায়েলি সেনারা তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই ব্যাপক গোলাগুলি শুরু করে তারা। এছাড়া বোমাও নিক্ষেপ করে। এতে মুহান্নাদ এবং তার মা আহত হন।

মুহান্নাদের বোন আরেজি মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছেন, তাদের মাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এক নারী সেনা। এরপর বলা হয় তাদের মাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।

মুহান্নাদ জানিয়েছেন, এরপর তাকে এবং তার মাকে ট্যাংকে করে নিয়ে যাওয়া হয় মুস্তাহা চত্বরে। সেখানে নিয়ে গিয়ে তার মাকে রাস্তায় শোয়ানো হয়। এরপর তার ওপর দিয়ে চলে যায় একটি ট্যাংক।

ভয়াবহ সেই ঘটনার কথা মনে করে মুহান্নাদ বলেন, ‘আমি যখন এই ঘটনা প্রত্যক্ষ করি তখন আমার মনে হয়েছিল আমি পাগল হয়ে গেছি। আমি চিৎকার ও কাঁদা শুরু করি। সেখানে তখন গোলাগুলি শুরু হলে আমি পালিয়ে যাই।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি