ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতে নতুন অপরাধমূলক আইন কার্যকর, অভিযুক্ত দিল্লির এক হকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

ভারতে নতুন অপরাধমূলক আইন কার্যকর, অভিযুক্ত দিল্লির এক হকার

ভারতে নতুন অপরাধমূলক আইন কার্যকর, অভিযুক্ত দিল্লির এক হকার

ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন অপরাধমূলক আইন সোমবার থেকেই চালু হয়েছে দেশটিতে। ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)- এর পরিবর্তে কার্যকর হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’। 

নতুন অপরাধমূলক আইনের আওতায় প্রথম এফআইআর দায়ের হলো দিল্লির এক হকারের বিরুদ্ধে। এনডিটিভি বলছে, অভিযুক্ত হকার পঙ্কজ কুমার বিহারের পটনার বাসিন্দা। নয়াদিল্লি রেল স্টেশনের কাছে একটি রাস্তা ঘিরে ব্যবসা চালানোর জন্য তার বিরুদ্ধে নতুন অপরাধমূলক আইনের ২৮৫ ধারার অধীনে পুলিশ এফআইআর দায়ের করেছে।

 ২৮৫ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি তার দখলে থাকা সম্পত্তির মাধ্যমে অন্যের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেন অথবা অন্য কোনও ব্যক্তির বিপদ, বাধা বা আঘাতের কারণ হন, তা হলে শাস্তিস্বরূপ তাকে জরিমানা দিতে হবে। যা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সেই ধারাতেই এফআইআর দায়ের হল দিল্লির ওই হকারের বিরুদ্ধে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি