ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঝড়ের কারণে বার্বাডোজে আটক ভারতীয় ক্রিকেটাররা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

ঝড়ের কারণে বার্বাডোজে আটক ভারতীয় ক্রিকেটাররা

ঝড়ের কারণে বার্বাডোজে আটক ভারতীয় ক্রিকেটাররা

 দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারত। কিন্তু এখনো নায়কদের দেখা পায়নি দেশবাসী। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফেরার অপেক্ষায় সমর্থকরা। দুইদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত তার রওনা দিতেই পারেনি। খারাপ আবহাওয়ার কারণে এখনো বার্বাডোজে আটকে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা।

আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে 'বেরিল'। বার্বাডোজের দিকে এগিয়ে যাচ্ছে 'বেরিল' নামের এই ঝড়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। ফলে সেখানকার বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

বার্বাডোজ থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা। সেখান থেকে দুবাইয়ে যাবে। তারপর মুম্বাইয়ের উদ্দেশে পাড়ি দেবে। কিন্তু এখন হয়তো সূচিতে বদল আনতে যাচ্ছে কর্তৃপক্ষ। বিভিন্ন দেশ ঘুরে নয়, বরং চার্টার্ড বিমানে করে ক্রিকেটারদের সোজা দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। 

ভারতীয় দলে ক্রিকেটার, পরিবারের সদস্য ও কর্মকর্তাসহ প্রায় ৭০ জন সদস্য রয়েছে। তাদের সবাইকে একসঙ্গে ফেরানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি