এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম
আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে তার দেশ।
তিনি আরও বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করে যেসব সন্ত্রাসী দল হামলা চালাচ্ছে তাদের ওপর তার দেশ বিমান হামলা চালাচ্ছে।
এর আগে, পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বছরের মার্চ মাসে প্রতিবেশী দেশটিতে এমন একটি হামলার কথা স্বীকার করেছিলেন। আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, এই হামলায় তাদের দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন করা হয়েছে ।
খাজা আসিফ বলেছেন, ‘এটা ঠিক যে, আমরা আফগানিস্তানে অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। আমরা তাদেরকে কেক এবং পেস্ট্রি খেতে দেব না। যদি আক্রমণ করা হয়, আমরাও পাল্টা আক্রমণ করব।’
পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী হামলার বৈধতা নিয়ে আশঙ্কাও উড়িয়ে দিয়ে বলেছেন, ‘পাকিস্তান আসন্ন হামলার বিষয়ে তালেবানকে আগে থেকে কিছুই জানায় না। আমরা কেন তাদেরকে বলব, প্রস্তুত হও, আমরা আসছি?’
তালেবান বলেছে, এই ধরনের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে। তারা পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, আন্তঃসীমান্ত হামলার ‘পরিণাম’ তাদেরকে ভোগ করতে হবে।
পাকিস্তান অভিযোগ, পাকিস্তানি তালেবান বা টিটিপি জঙ্গীরা পাকিস্তানে হামলা চালাতে আফগানিস্তানের ভূখন্ড ব্যবহার করছে। খাজা আসিফ বলেছেন, ‘পাকিস্তানের অনুরোধ সত্ত্বেও আফগানিস্তান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইচ্ছুক নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি