ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত: জাতিসংঘ মানবাধিকার সংস্থা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত: জাতিসংঘ মানবাধিকার সংস্থা

ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত: জাতিসংঘ মানবাধিকার সংস্থা

পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গত সোমবার জেনেভাভিত্তিক বিধিবহির্ভূত আটকসংক্রান্ত জাতিসংঘের একটি মানবাধিবার সংস্থা এ অভিমত দিয়েছে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

জাতিসংঘের ওই সংস্থা বলেছে, ইমরান খানকে মুক্তি দেওয়াই হবে এর যথাযথ প্রতিকার এবং আন্তর্জাতিক আইন অনুসারে তিনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। 

সংস্থা আরো বলেছে, তার ও তার দলের বিরুদ্ধে যে আইনি সমস্যা দেখানো হয়েছে, তা মূলত বড় আকারের এক দমনপীড়ন কর্মসূচির অংশ। পিটিআই নেতাদের গ্রেপ্তার এবং তাদের পুলিশ হেফাজতে নির্যাতনের পাশাপাশি গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে ইমরান খানের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা করে আটকের নিন্দা করার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানকে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে বলেছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি