ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কো. ফাইনালে কে কার প্রতিপক্ষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

কো. ফাইনালে কে কার প্রতিপক্ষ

কো. ফাইনালে কে কার প্রতিপক্ষ

কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ। বুধবার 'ডি' গ্রুপের দুই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্ব। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। ৪ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। ৪ ও ৫ জুলাই একটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।

কোয়ার্টার ফাইনাল শেষে দুইদিনের বিরতি। তারপর ৯ জুলাই প্রথম সেমিফাইনাল, ১০ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ জুলাই স্থান নির্ধারণী ও ১৪ জুলাই ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডরের, দ্বিতীয় দিন কানাডা ভেনেজুয়েলার মুখোমুখি হবে।  তৃতীয় দিনে উরুগুয়ে বর্তমান রানার্স আপ ব্রাজিলের এবং কলাম্বিয়া পানামার বিপক্ষে খেলবে।

কোপায় কোয়ার্টার ফাইনালের ফিক্সচার
৪ জুলাই আর্জেন্টিনা-ইকুয়েডর
৫ জুলাই কানাডা-ভেনেজুয়েলা
৬ জুলাই ব্রাজিল-উরুগুয়ে
৬ জুলাই পানামা-কলাম্বিয়া

* আমাদের দেশে ম্যাচগুলো পরদিন ভোরে অনুষ্ঠিত হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি