ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

আস্তানায় এসসিও সম্মেলন, পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করার উদ্যোগ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

আস্তানায় এসসিও সম্মেলন, পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করার উদ্যোগ 

আস্তানায় এসসিও সম্মেলন, পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করার উদ্যোগ 

কাজাখস্তানের আস্তানায় গত বুধবার শুরু হয়েছে দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আঞ্চলিক সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

৯ সদস্যের এসসিও’র স্থায়ী সদস্যদেশগুলো হলো আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ইরান। এ বছর এতে যুক্ত হতে পারে বেলারুশ। ২০০১ সালে ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংস্থা হিসেবে রাশিয়া ও চীনের উদ্যোগে এটি গঠিত হয়। এ সংস্থার অধীন দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনসংখ্যার বসবাস।

গত বুধবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে এসসিও সদস্যদেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও এসসিওর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করার পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। এ সম্মেলনে বুধবার যোগ দেন পুতিন। এর আগে গত মঙ্গলবার এখানে এসে পৌঁছান শি। 

এই দুই নেতা এসসিও সম্মেলনকে মধ্য এশিয়ায় তাদের কৌশলগত স্বার্থ বৃদ্ধির গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে দেখছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বৃহস্পতিবার (৪ জুলাই) এই শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে পারেন।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ‘এসসিওর সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা মনে করি, এসসিও এবং ব্রিকস হচ্ছে নতুন বিশ্বব্যবস্থা তৈরির দুটি মূল খুঁটি।’রাশিয়া ও চীন উভয়ই বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যের বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা করছে।

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, বেইজিং বিশ্বাস করে, এসসিও শীর্ষ সম্মেলন সব পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে তুলতে এবং সদস্যদেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি