এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট সাইকেল চালাতে গিয়ে ধপাস! চোট লাগল না তো বাইডেনের
খোশ মেজাজে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন (Joe Biden)। হঠাৎ ছন্দপতন। সাইকেল উল্টে ধপাস। ট্র্যাকের উপরেই পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাঁর কোনও চোট লাগেনি।
বাইডেন সাইকেল (Cycle) উল্টে পড়ে গেলেন, এই ঘটনার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় রকেটের গতিতে ছড়িয়ে পড়ছে সেই ভিডিও।
ভিডিওটিতে (Video) দেখা গেছে, অন্যান্যদের সঙ্গে পাল্লা দিয়ে ট্র্যাকে সাইকেল চালাতে নেমেছিলেন জো বাইডেন। তাঁর মাথায় নির্দিষ্ট হেলমেট এবং চোখে সানগ্লাস পরা ছিল। রাইড শেষে গন্তব্যে পৌঁছেও গিয়েছিলেন বাইডেন। দাঁড়িয়ে পড়ার পরই সম্ভবত সাইকেল থেকে নামতে গিয়েই পড়ে যান কাত হয়। সাইকেল সমেত হুড়মুড়িয়ে ডানদিকে উল্টে যান মার্কিন প্রেসিডেন্ট।
তারপর অবশ্য সঙ্গে সঙ্গেই আবার সাইকেল নিয়ে উঠে পড়েন ৭৯ বছর বয়সি বাইডেন। উঠেই বলেন ‘আই অ্যাম গুড’। প্রেসিডেন্টকে পড়ে যেতে দেখে উপস্থিত সকলেই চঞ্চল হয়ে উঠেছিলেন। তাঁদের শান্ত করতেই ওই আশ্বাস দেন বাইডেন, জানান তাঁর কিছুই হয়নি, কোনও চোট লাগেনি।
শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে নিজের বাড়ির কাছেই সাইক্লিং করছিলেন বাইডেন। সেখানেই পড়ে যান সাইকেল নিয়ে। হোয়াইট হাউজের তরফে পরে জানানো হয়েছে প্রেসিডেন্ট সুস্থ আছেন। বাকি দিনটা নিজের পরিবারের সঙ্গেই কাটাতে চান। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে