ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রথমবার কাবার গিলাফ পরিবর্তনে অংশ নিলেন নারীরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

প্রথমবার কাবার গিলাফ পরিবর্তনে অংশ নিলেন নারীরা

প্রথমবার কাবার গিলাফ পরিবর্তনে অংশ নিলেন নারীরা

দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধানের জন্য জেনারেল অথরিটি জানিয়েছে নারী কর্মচারীরা কাবার গিলাফ পরিবর্তনে অংশ নেয়। গত রোববার এ সময় তারা সোনা ও রৌপ্য সুতো দিয়ে সজ্জিত কালো কাপড়ের গিলাফ বহন করে এক আনুষ্ঠানিক পরিবর্তনে অংশ নেয়। 

হজের পর এক বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসাবে, প্রতিবছর কাবার গিলাফ পরিবর্তন করা হয়। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এটি নতুন বছরে সংঘটিত হয়। 

অংশগ্রহণকারীরা পুরানো গিলাফটি সরিয়ে নতুন গিলাফটি পড়িয়ে দেয়। 

যদিও গিলাফ পরিবর্তনে নারী কর্মচারিদের ভূমিকা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল, ইতিহাসে এটিই প্রথম নারীরা এধরনের ধর্মীয় আচারে অংশগ্রহণ করেন।

সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্র এবং শিল্পে নারীদের অংশগ্রহণের সুযোগ দানের মধ্যে কাবার গিলাফ পরিবর্তনে নারীদের অংশগ্রহণ আরেক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।