ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ছেলের বাবা হলেন চাষি আলম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৪, ০৭:০৭ পিএম

ছেলের বাবা হলেন চাষি আলম

ছেলের বাবা হলেন চাষি আলম

পুত্র সন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম। বুধবার (১০ জুলাই) রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি বিষয়টি জানিয়েছেন।

চাষি আলম বলেন, ‘গত রাতে একটি হাসপাতালে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুইজনেই খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো।’

নবজাতকের নাম প্রসঙ্গে চাষি আলম বলেন, ‘ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছি মনে করছেন। এটা ভুল। আমি পুত্র সন্তানের বাবা হয়েছি।’

গেল বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম। তার স্ত্রীর নাম তুলতুল। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন চাষি আলম। বর্তমানে ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।