এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৮:০৭ পিএম
বিহারে বজ্রপাতে একদিনে ২৫ জনের মৃত্যু
ভারতের বিহারে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বজ্রপাতে অন্য ৩৯ জন আহত হয়েছেন আরও।
আনন্দবাজার জানায়, এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, এই দুর্যোগের সময় রাজ্যবাসীকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার উত্তরপ্রদেশে বাজ পড়ে এক দিনে মৃত্যু হয়েছিল ৩৭ জনের।