ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন তাসকিন আহমেদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৪, ১২:০৭ পিএম

কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন তাসকিন আহমেদ

কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন তাসকিন আহমেদ

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। 

বুধবার (১৭ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। পোস্টে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এই পেসার।

পোস্টে তাসকিন সবাইকে সালাম জানিয়ে লিখেছেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, অপু বিশ্বাস, বুবলি, পরীমনি, মেহের আফরোজ শাওন, মিষ্টি জান্নাত, রুনা খান, রওনক হাসান, নিলয় আলমগীর, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন, তামিম ইকবাল, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ অনেকেই জানান নিজেদের মন্তব্য।