ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

তিস্তার চরে মিলল ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রীর মরদেহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৪, ০১:০৭ পিএম

তিস্তার চরে মিলল ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রীর মরদেহ

তিস্তার চরে মিলল ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রীর মরদেহ

শিলিগুড়ির কাছে খালের মধ্যে অবশেষে মিলল সিকিমের সাবেক মন্ত্রী আর সি পৌড়িয়ালের দেহ। গত ন’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। 

ভারতীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে আট কিলোমিটার দূরে তিস্তা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। 

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের লালমণিরহাটের মহিষখোঁচা তিস্তার চরে উদ্ধার হয় সাবেক মন্ত্রীর মরদেহ। ময়নাতদন্তের পর রাতেই বিএসএফের হাতে দেহ তুলে দিয়েছে বিজিবি। পুলিশ জানিয়েছে, বছর আশির পৌড়িয়ালের ঘড়ি এবং পরনের পোশাক দেখে শনাক্ত করা হয়েছে।

গত ৭ জুলাই সিকিমের পাকিয়ং জেলার ছোটা সিংতামে নিজের গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিক। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তাঁর খোঁজ শুরু করেছিল পুলিশ। তদন্তকারী দল সূত্রে খবর, কী ভাবে সাবেক মন্ত্রীর মৃত্যু হল, তা তদন্ত করে দেখা হবে।

বর্ষীয়ান পৌড়িয়াল সিকিমের প্রথম গঠিত বিধানসভায় ডেপুটি স্পিকার ছিলেন। পরবর্তী সময়ে তিনি সিকিমের বনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। সত্তর-আশির দশকে সিকিমের আঞ্চলিক রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নিজের সংগঠনও তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন রাইজিং সান পার্টি।