ঢাকা, বুধবার, মার্চ ২৬, ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Logo
logo

বন্যাকবলিত এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংযোগ স্থাপন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ জুন, ২০২২, ০৩:৫১ পিএম

বন্যাকবলিত এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংযোগ স্থাপন

বন‌্যাপীড়িত এলাকায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা  সচল রাখতে সিলেট হাইটেক পার্কে আজ রোববার ভিস‌্যাট হাব  স্থাপন করার মাধ‌্যমে বঙ্গবন্ধু স‌্যাটেলাইটে-১ এ সংযোগ স্থাপন শুরু হয়েছে। বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেড ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর নির্দেশে ইন্টারনেটসহ নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে গতকাল শনিবার ১৮ জুন ১২ সেট  ভিস‌্যাট হাব সরবরাহ করেছে। আজও ২৩টি হাব যাচ্ছে।