ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

১০০ কোটি ইউরোর বেশি আয় করে বিশ্বরেকর্ড রিয়াল মাদ্রিদের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

১০০ কোটি ইউরোর বেশি আয় করে বিশ্বরেকর্ড রিয়াল মাদ্রিদের

১০০ কোটি ইউরোর বেশি আয় করে বিশ্বরেকর্ড রিয়াল মাদ্রিদের

ফুটবল বিশ্বে প্রথম ক্লাব হিসেবে নতুন ইতিহাসে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয় করে নজিরবিহীন রেকর্ড গড়েছে তারা। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১০৮ কোটি ইউরো আয়ের খবর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

নিজেদের ওয়েবসাইটে বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা জানিয়েছে, তাদের এই আয়ে খেলোয়াড় বিক্রির অর্থ হিসেবে আসেনি। গত বছরের চেয়ে তাদের এবারের আয় ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ বেশি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি এই অর্থ বছরে কর দেওয়ার পর মোট লাভ করেছে এক কোটি ৬০ লাখ ইউরো, গত মৌসুমের চেয়ে যা ৩২ শতাংশ বেশি। 

বিভিন্ন তথ্য-উপাত্যের ভিত্তিতে গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে ৬০৭ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করে ফোবর্স, সারা বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় যা একাদশ।