ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

৮৯  জন নিহত হওয়ার পর গাজার খান ইউনুস ও ব্রুইজে চলছে প্রচণ্ড লড়াই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

৮৯  জন নিহত হওয়ার পর গাজার খান ইউনুস ও ব্রুইজে চলছে প্রচণ্ড লড়াই

৮৯  জন নিহত হওয়ার পর গাজার খান ইউনুস ও ব্রুইজে চলছে প্রচণ্ড লড়াই

গাজার দক্ষিণের শহরটিতে ইসরায়েলি বাহিনী নতুন করে  স্থল হামলা শুরুর পর খান ইউনুসের বাসিন্দারা সেখানে এই লড়াই চলার কথা জানান। 

বাসিন্দারা বলেন, হানাদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে এই প্রচণ্ড লড়াই চলছে সেখানে। গত সোমবার খান ইউনুসের বাসিন্দাদের অবিলম্বে সেখান থেকে আল-মাওয়াসি এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পরপরই ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংস বিমান হামলা চালায়। এতে অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫০ জন আহত হন। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফর করছেন। বুধবার {২৪ জুলাই) তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। নেতানিয়াহু বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

নেতানিয়াহু এ সফরকালে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা ও গণহত্যা চালাচ্ছে। এতে উপত্যকাটিতে অন্তত ৩৯ হাজার ৯০ জন নিহত এবং ৯০ হাজার ১৪৭ জন আহত হয়েছেন।