ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে ক্যাপিটাল হিলে ইহুদী বিক্ষোভ, শত শত গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে ক্যাপিটাল হিলে ইহুদী বিক্ষোভ, শত শত গ্রেপ্তার

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে ক্যাপিটাল হিলে ইহুদী বিক্ষোভ, শত শত গ্রেপ্তার

মার্কিন কংগ্রেসের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে ক্যাপিটাল হিলের ক্যানন হাইস ভবনের শত শত প্রগতিশীল ইহুদী গত মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেন। 

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে ক্যাপিটাল হিলে কয়েক মিনিটের মধ্যে আকস্মিক এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা ‘লেট গাজা লাইভ’ বা ‘গাজাকে বাঁচতে দাও’ শ্লোগান লেখা লাল রংয়ের টি শার্ট পরেন।

টি শার্টের অপরদিকে লেখা ছিল ‘ইহুদীরা বলছেন, ইসরায়েলকে অস্ত্র সজ্জিত করা বন্ধ কর’। ‘এ জন্য আমাদের নাম ব্যবহার করো না’।

জেউইস ভয়েস অব পিস (জেভিপি) এই বিক্ষোভের নেতৃত্ব দান করে। কংগ্রেসের স্ট্যাফ ও আইনপ্রয়োগকারী এজেন্টরা এই বিক্ষোভের সমর্থন করেন।

বিক্ষোভ শুরু হওয়ার পরই ক্যাপিটাল হিলের পুলিশ এলাকাটিকে ‘বিক্ষোভ নিষিদ্ধ’ উল্লেখ করে দমন অভিযান শুরু করে। তারা শত শত বিক্ষোভকারীকে সেখান থেকে গ্রেপ্তার করে।