ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শোয়েব মালিককে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৪, ০৫:০৭ পিএম

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শোয়েব মালিককে

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শোয়েব মালিককে

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে পাকিস্তানের শোয়েব মালিককে। অবসরের পর আবার ফেরার ভুড়ি ভুড়ি উদাহরণ থাকলেও শোয়েব আর ফিরবেন না বলে জানিয়েছেন। টি-টোয়েন্টিতে অবসর না বললেও আর কখনোই পাকিস্তানের জার্সিতে মাঠে নামার আগ্রহ নেই তার।

পাকিস্তানের হয়ে আবারও তাকে মাঠে দেখা যাবে কিনা; এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘না, এত বছর খেলতে পারায় আমি খুশি ও সন্তুষ্ট। আমার আবার পাকিস্তানের হয়ে খেলার কোনো আগ্রহ নেই।’

৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি ইতোমধ্যেই দুটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছি। বর্তমানে আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগাতে চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় বলবেন এমন প্রশ্নে শোয়েব বলেন, ‘আমার কোন আগ্রহ নেই আর পাকিস্তানের হয়ে খেলার।'

শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি।

আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২।