ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

শিক্ষার্থীদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৪, ০৩:০৮ পিএম

শিক্ষার্থীদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান

শিক্ষার্থীদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া  দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে ভিডিও বার্তা দেন। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থনও পোষণ করেন জামাল। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি। 

ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,  ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি। 

তিনি আরও বলেন, ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে। 
জামাল ভূঁইয়া নিজের সেই ভিডিও বার্তায় আরও বলেন, কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখায়। তারা দেশে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।