ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার হামাসের সামরিক কমান্ডার দেইফকে হত্যার দাবি ইসরায়েলের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৪, ০৪:০৮ পিএম

এবার হামাসের সামরিক কমান্ডার দেইফকে হত্যার দাবি ইসরায়েলের

এবার হামাসের সামরিক কমান্ডার দেইফকে হত্যার দাবি ইসরায়েলের

একমাস আগে তাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে। তেহরানে বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া করে ইসরায়েল। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করার মধ্যে বৃহস্পতিবার হামাসের সামরিক শাখার কমান্ডার দেইফকে হত্যার করার কথা প্রকাশ করল। 

হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েল বলে, গত ১৩ জুলাই গাজা উপত্যকার খান ইউনুসে এক বিমান হামলায় মোহাম্মাদ দেইফ নিহত হন। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, দেইফকে হত্যা হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। তিনি এই হামাস কমান্ডারকে গাজার বিন লাদেন বলে অভিহিত করেন।

গ্যালান্ট বলেন, ১৩ জুলাই ওই বিমান হামলায় বহু অসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছিল। তিনি দাবি করেন, দেইফকে হত্যার ফলে হামাস ছত্রভঙ্গ হয়ে পড়ছে। 

ইসরায়েলি মন্ত্রী বলেন, হামাসকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা নিশ্চিহ্ন হতে হবে। ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও তা কার্যকর করার সঙ্গে জড়িত সবাইকে নির্মূল না করা পর্যন্তু আমরা ক্ষ্যান্ত হবো না।