এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৪, ০৫:০৮ পিএম
আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে গিয়ে অন্তবর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত করবো: সেনাপ্রধান
আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সোমবার দুপুরে সেনাসদরে বৈঠক শেষে এ কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে আওয়ামী লীগ ছাড়া সক্রিয় সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন, বৈঠকে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। তিনি বৈঠক শেষে আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে একটা সুন্দর বার্তা দিয়েছেন। আমরা আশা করি এই বার্তার মধ্যদিয়ে পরিস্থিতি শান্ত হয়ে আসবে।
তিনি জানান, আজকেই আমরা রাষ্ট্রপতির কাছে যাবো। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করবো। চেষ্টা থাকবে রাতের মধ্যেই সমাধান করার। তবে সময় তো লাগবেই। আমাদের দুএকদিন সময় দিতে হবে। আমরা একটা সুন্দর সলিউশনে পৌঁছাতে পারবো বলে আশা রাখি।
তিনি সহিংসতা বন্ধের জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা শান্ত হোন। সেনাবাহিনী গুলি ছুঁড়বে না। পুলিশও গুলি ছুঁড়বে না।
এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে আগেই বঙ্গভবনে চলে যান। সেখান থেকে একটি হেলিকপ্টারযোগে তারা দেশ ছাড়েন। হেলিকপ্টারের গন্তব্য ভারতের পশ্চিমবঙ্গ বলে জানা গেছে।