এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৪, ১০:০৮ পিএম
বঙ্গবন্ধুর ভাগ্নে হাসানাতের বাসভবনে আগুন, তিন মরদেহ উদ্ধার
শেখ হাসিনার পতনের খবরে সোমবার (৫ আগস্ট) বরিশালে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির কালিবাড়ি রোডস্থ বাড়িতে সোমবার বিকেলে আগুন দেওয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দেয় বিক্ষুব্ধরা।
প্রায় ১ ঘণ্টা পর সন্ধ্যার দিকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর উদ্ধারকারী কর্মীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে বিভৎস হয়ে যাওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
বরিশাল ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেল্লাল হোসেন ৩টি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিবাড় রোডের সেরনিয়াবাত ভবনে থাকতেন হাসানাতের বড় ছেলে মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে- বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চত হওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাদেক আব্দুল্লাহ বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়।
পরে সেখান থেকে আমরা তিনজনের মারদেহ উদ্ধার করি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেবাচিম হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
গতকাল এছাড়াও আগুন দেয়া হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আলীগে যোগদানকারী ব্যারিস্টার শাজাহান ওমর এমপির ব্রাউন্ড কম্পাউন্ড সড়কের বীর উত্তম ভবনে।
এছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কাযালয়, আ'লীগ অফিসে আগুন দেয়। ভাংচুর করেছে শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউজ সহ আ'লীগে নেতাকর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিস্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাংচুর করা হয়েছে।