ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৪, ০৮:০৮ পিএম

নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার

নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মাইনুল হাসান। তিনি ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সব সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। 

বুধবার (৭ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়। 

এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‌্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।