এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ জুন, ২০২২, ০২:০৬ এএম
এ বিষয়ে সতর্ক করে ন্যাটো মহাসচিব স্থায়ী জেনস স্টলটেনবার্গ বলেন, বছরের পর বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে পশ্চিমাদের প্রস্তুত থাকতে হবে। যুদ্ধের খরচ অনেক বেশি, কিন্তু মস্কোকে তার সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়ার মূল্য আরও আনেক বেশি। বিবিসি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করার পর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ মন্তব্য করেন। জেনস স্টলটেনবার্গ এবং বরিস জনসন উভয়েই আইক্রেনে আরো আস্ত্র পাঠানোর কথা বলেন।
জার্মান সংবাদপত্র বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে ইউক্রেনের জয়ের জন্য কয়েক বছর সময় লাগতে পারে। আমাদের ইউক্রেনকে সমর্থন করা ছেড়ে দেওয়া উচিত নয়। খরচ বেশি হলেও আমাদের তাদের পাশে থাকথে হবে। শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয়, খাদ্যের দাম ও শক্তি বৃদ্ধির কারণেও।
পশ্চিমা সামরিক জোটের প্রধান বলেছেন, ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহ করা দেশটির পূর্ব ডনবাস অঞ্চলকে মুক্ত করতে সক্ষম হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে, যার বেশিরভাগই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।