ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনে ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ জুন, ২০২২, ১২:০৬ পিএম

ইউক্রেনে ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের খারকিভ অঞ্চলে একটি ট্যাংক মেরামত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ঐ কারখানায় আঘাত হেনেছে।

তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এছাড়া, ইউক্রেনের মাইকোলাইভ শহরের সামরিক অবস্থানেও হামলা চালানোর দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, সেখানে ১০টি অত্যাধুনিক হাউইটজার কামান এবং ২০টি সামরিক যান ধ্বংস হয়েছে। পশ্চিমা দেশগুলো এসব হাউইটজার ও সামরিক যান কিয়েভকে সরবরাহ করেছিল বলে জানিয়েছে মস্কো।

ইউক্রেনের সামরিক কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে।

দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ কারণে ঐ অঞ্চলের স্বাধীনতার পক্ষের গেরিলারাও রুশ সেনাদের সহযোগিতা করছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে