এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৪, ১০:০৮ পিএম
চলতি মৌসুমে (২০২৪-২৫) বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে ভারত। সম্প্রতি ঘরের মাঠে হতে যাওয়া সিরিজগুলোর সূচি প্রকাশ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মৌসুম শুরুর মাসখানেক আগে সেখানে এনেছে বড় পরিবর্তনও।
আগের সূচি অনুসারে নাজমুল হোসেন শান্তদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। কিন্তু ভেন্যু বদলে সেটি এখন হবে ভারতের গোয়ালিয়রে। তবে আগের সূচি অনুযায়ীই মাঠে গড়াবে ম্যাচটি। অর্থাৎ ৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে।
এভাবে ভেন্যু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিসিআই জানিয়েছে, ধর্মশালার ড্রেসিংরুমের উন্নয়ন ও সংস্কার কাজের জন্যই এমন পরিবর্তন আনা হয়েছে। ২০১০ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে নবনির্মিত শ্রীমান মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষ ২০১০ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিল ভারত।
সে ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার সেখানে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর। ভেন্যু হিসেবে আগের মতোই থাকছে দিল্লি ও হায়দরাবাদ।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। টি টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে ছুটি চাইলেও নতুন কোচ গৌতম গম্ভীরের অনুরোধে ওয়ানডেতে খেলেছেন দুজন। এছাড়াও চার মাসে দশ টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
যার পাঁচটি অস্ট্রেলিয়ার সঙ্গে। সে কারণে দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি পেসার জাসপ্রিত বুমরাহকেও টাইগারদের বিপক্ষে বিশ্রাম দিতে চান অজিত আগারকারের নেতৃত্বধীন নির্বাচক প্যানেল। তবে ফিরতে পারেন দুই পেসার মোহাম্মদ শামি ও সিরাজ। ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট।