ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার শ্রীলঙ্কার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৮:০৮ পিএম

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার শ্রীলঙ্কার

 

ড. ইউনূসের সঙ্গে বিক্রমাসিংহের ফোনালাপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে টেলিফোন কলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে এ বার্তা দিয়েছেন তিনি।

ড. ইউনূস বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষম হবেন বলে আত্মবিশ্বাসী বলেও জানান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি শ্রীলংকার বিনিয়োগকারীদের বাংলাদেশে অবস্থান অব্যাহত রাখতে এবং তাদের বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অবহিত করবেন।

অপরদিকে, ড. ইউনূসও শ্রীলংকার প্রেসিডেন্টের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুযোগ পাওয়া মাত্রই প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার এবং দেশের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।