ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

নির্বাচিত জনপ্রতিনিধিরা অফিসে অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থা : হাসান আরিফ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৪, ০২:০৮ পিএম

নির্বাচিত জনপ্রতিনিধিরা অফিসে অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থা : হাসান আরিফ

 

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন- সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অফিসে অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, ১২ সিটি করপোরেশনের মেয়র, জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদে কতজন চেয়ারম্যান দায়িত্বে আছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারা অফিসে উপস্থিত না থাকলে দুই থেকে তিন দিনের মধ্যে চাকরিবিধি এবং আইন অনুযায়ী বিকল্প সিদ্ধান্ত নেয়া হবে। যে আইনে তারা নির্বাচিত হয়েছেন, সেখানে তাদের অপসারণের বিধান রয়েছে। সেই আইনেই ব্যবস্থা নেয়া হবে।

দুর্নীতির সুযোগ বন্ধে পদ্ধতিগত পরিবর্তন আনার কথা বলেন হাসান আরিফ। জানান, ডেঙ্গু মোকাবেলা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভয়াবহ পরিস্থিতি যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।