এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ জুন, ২০২২, ০৪:০৬ পিএম
প্রাণহানির হুমকি রয়েছে’, হাজিরা এড়িয়ে কলকাতা পুলিশের কাছে আরও সময় চাইল নূপুর
হজরত মহম্মদকে (Prophet Debate) নিয়ে তাঁর একটা মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে দেশে। দেশের গণ্ডি পেরিয়ে ইসলামিক দেশগুলোও ভারতের বিরুদ্ধে সরব। বিজেপির সেই মুখপাত্র (সাসপেন্ড) নূপুর শর্মাকে (BJP Nupur Sharma) নোটিস পাঠিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ, অর্থাৎ সোমবার সেই হাজিরার কথা থাকলেও এদিন হাজিরা এড়ালেন নূপুর। বরং ইমেল পাঠিয়ে আরও চার সপ্তাহ সময় চেয়ে নিলেন তিনি। কিন্তু এদিন না আসার কারণ কী? সূত্রের খবর, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এই মর্মে মেইল করে সময় চেয়েছেন নূপুর শর্মা।
উল্লেখ্য, নারকেল ডাঙা থানায় নূপুরের ওই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছিল। সূত্রের খবর তার ভিত্তিতেই নূপুরকে (Nupur Sharma) নোটিস পাঠিয়েছিল লালবাজার। মেইলে নূপুর জানান, চার সপ্তাহ পরে তিনি নারকেল ডাঙা থানায় হাজিরা দেবেন।
দেশজুড়েই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে মুম্বই পুলিশ নোটিসও পাঠিয়েছে তাঁকে। তাঁর মন্তব্যের জেরে দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। অবিলম্বে তাঁর গ্রেফতার দাবি জানানো হয়েছিল।
সেই আঁচ ছড়িয়ে পড়েছিল বাংলাতেও। রাজ্যের নানা প্রান্ত থেকে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। নারকেলডাঙা থানায় তাঁর নামে হওয়া এফআইআরের ভিত্তিতেই ডেকে পাঠানো হয়েছিল তাঁকে।
এদিকে, সোমবার বিধানসভার অধিবেশনে নূপুর শর্মাদের মন্তব্য নিয়ে নিন্দা প্রস্তাব আনে রাজ্য সরকার।
এদিন বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, “আমার রাজ্যে সাড়ে তিন কোটি মুসলিম রয়েছেন। অন্য কোথাও হয়নি। শুধু তিনটে জায়গায় গণ্ডগোল হয়েছে। হাওড়া, রেজিনগর ও নদিয়ায়। আমি মনে করি এটা হওয়া উচিত হয়নি। আমি কিন্তু এখানে অ্যারেস্ট করেছি। ওখানে এখনও অ্যারেস্ট করা হলো না কেন ?খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে