ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

লালমনিরহাট ও নীলফামারীর বন্যা কবলিত এলাকায় জামায়াতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২০ জুন, ২০২২, ০৭:৩৭ পিএম

লালমনিরহাট ও নীলফামারীর বন্যা কবলিত এলাকায় জামায়াতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও উত্তরাঞ্চলের ত্রাণ কমিটির সমন্বয়ক মাওলানা আবদুল হালিম।

বন্যা কবলিত তিস্তা নদীর পানিতে প্লাবিত আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকা পরিদর্শন করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন। অপর দিকে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ও গড্ডিমারীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মাওলানা আবদুল হালিম ও কেদ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। উভয় জায়গার পানিবন্দি মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

আদিতমারীর মহিষখোচায় সমবেত মানুষের উদ্দেশ্যে জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “জামায়াতে ইসলামী সকল দুর্যোগে অসহায়-দুঃখী মানুষের পাশে থাকারা চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের সামর্থ্যানুযায়ী আপনাদের মাঝে ত্রাণ-সামগ্রী নিয়ে হাজির হয়েছি। আমরা পুরোপুরি আপনাদের প্রয়োজন মেটাতে পারবো না ঠিক কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। আমরা সেই সহানুভূতি দেখাতেই এসেছি। সমাজে যারা সামর্থবান আছেন তাদেরকে এবং সর্বোপরি সরকারকে বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।”

বন্যা কমিটির উত্তরাঞ্চলের সমন্বয়ক মাওলানা আবদুল হালিম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দলমতের ঊর্ধ্বে উঠে আমরা দেশবাসীকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি। জামায়াতে ইসলামী দেশের যে কোনো সংকটে মানুষের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ।

ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর প্রভাষক আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ আবু তাহের, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও আদিতমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, পলাশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল ও আদিতমারী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, জামায়াতে ইসলামী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে ১৯ জুন বিকালে বন্যার্ত পানিবন্দি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সহকারী সেক্রেটারি জনাব আনোয়ারুল ইসলাম, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ছাদের হোসেন, উপজেলা সেক্রেটারি জনাব মোঃ কামারুজ্জামান, জলঢাকা উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক মুজাহিদ মাসুম, ছাত্রশিবির জলঢাকা উপজেলা সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমানসহ ইউনিয়ন শাখা জামায়াতের নেতৃবৃন্দ। 

এসময় জলঢাকা উপজেলার শৌলমারী উত্তর, শৌলমারী দক্ষিণ, কৈমারী ইউনিয়নের বন্যাকবলিত একশত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ বিতরণ করা হয়।