ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ইরানের অবস্থান ৩০তম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ এএম

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ইরানের অবস্থান ৩০তম

 

ইরান ২০২৩ সালে ৬ দশমিক ৬ টেরাওয়াট প্রতি ঘন্টা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করেছে এবং এই ক্ষেত্রে বিশ্বে ৩০তম অবস্থানে রয়েছে দেশটি৷

‘স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জি’-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আগের বছরের তুলনায় এক শতাংশ বেড়েছে।

প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাসনামলে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পায়।

ইরান বিশ্বের কয়েকটি দেশের মধ্যে রয়েছে, যে দেশগুলি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে। ২০২৩ সালে ইরান সহ বিশ্বের মাত্র ৩৩টি দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করেছে।

২০২৩ সালে বিশ্বে উত্পাদিত পারমাণবিক বিদ্যুৎ ঘন্টায় ২ হাজার ৭৩৭ টেরাওয়াটের সমান ছিল। এই সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরান গত বছর প্রতি ঘণ্টায় ৬ দশমিক ৬ টেরাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে বিশ্বে ৩০তম স্থানে রয়েছে।