ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোনো ধর্মের ওপর জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি : জামায়াত আমির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ এএম

কোনো ধর্মের ওপর জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি : জামায়াত আমির

 

আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। কোনো ধর্মের ওপর জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের আবাসভূমি। এদেশের ৯০ থেকে ৯১ শতাংশ মানুষ ইসলামে বিশ্বাসী। বাকি অন্য ধর্মের যারা আছেন তাদের আমরা সম্মান করি। এ বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রতির এক বৈচিত্র্যময় লীলাভূমি।’

তিনি বলেন, ‘আমরা বিগত আন্দোলনে দেখেছি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে মাদ্রাসা ছাত্ররা। পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা। এটা তো তাদের প্রতিষ্ঠান নয়। তারা জানেন অন্য লোকদের ধর্ম চর্চার অধিকার আল্লাহ তায়ালা দিয়েছেন। তবে সঠিক রাস্তাও জানিয়ে দিয়েছেন। কারও ওপর, কোনো ধর্মের ওপর কোনো জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ম যারা যার নিজস্ব পছন্দ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার অধিকার কারও নেই।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশের গণমাধ্যম। সাংবাদিকেরা এখন তাদের বিবেক অনুযায়ী কাজ করবে। চিন্তার জগতে কোনো আপোষ নেই। সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই।’