এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৯ পিএম
রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেছেন লিটন দাস। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঠিক তখনই প্রতিরোধ গড়ে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক ব্যাটার। ১৩৮ রানের ইনিংস খেলার আগে অবশ্য নার্ভাস ছিলেন লিটন।
নার্ভাস থাকার বিষয়টি ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন লিটন।
নার্ভাসের ব্যাখ্যায় তিনি বলেছেন,‘নার্ভাস ছিলাম। আমি তো আশাই করিনি পানি পানের বিরতির আগে আমাকে নামতে হবে। আমি কিছুটা নার্ভাস ছিলাম। মিরাজের সাথে আলাপ হচ্ছিলো ওরাতো (পাকিস্তান) মোমেন্টাম পেয়ে গেছে।
আমরা ক্রিজে কিছু সময় কাটাই, দেখি কি হয়।'
বাংলাদেশের কঠিন পরিস্থিতে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রানের ইনিংস খেলে নিজেকে ভাগ্যবান বলে জানিয়েছেন লিটন। পাকিস্তানের মাঠে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে একের অধিক সেঞ্চুরি (২টা) করা লিটন বলেছেন,'সত্যি বলতে তেমন কিছু না। আমি শ্রীলঙ্কার সাথে ১৪১ রান করেছিলাম, ওই একই পরিস্থিতি।
এটাকেও ভালো ইনিংস বলছি। আমিও ভাগ্যবান এমন একটা সুযোগ এসেছে। আমি খুশি।'
বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৬২ রানের সংগ্রহ এনে দেওয়ার পথে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৭ম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। ৫০ রানের নিচে ৬ উইকেট পড়ে যাওয়ার পর যা সর্বোচ্চ।
বিশ্বরেকর্ড গড়া জুটিতেই প্রতিপক্ষ পাকিস্তানের ২৭৪ রানের বিপরীতে জবাব দিয়েছে বাংলাদেশ। যার কৃতিত্ব দিলেন ৭৮ রানের ইনিংস খেলা মিরাজকে। সঙ্গে এটাও জানিয়েছেন যে, তার খেলার ছন্দ বেঁধে দিয়েছিলেন মিরাজ।
মিরাজকে নিয়ে লিটন বলেছেন,‘কৃতিত্বটা মিরাজকে দিতে হবে। আমিতো হাতে লাগার কারণে শট খেলতে পারছিলাম না। মিরাজ তাদের অনেকটা ব্যাকফুটে অরে দিয়ছে শট খেলে। আমার মনে হয় শুরুতে মিরাজের কয়েকটা বাউন্ডারি খেলার ছন্দ তৈরি করেছে।'
আগামীকাল পাকিস্তানকে অল্পতে আটকিয়ে দেওয়ার আশাও করছেন লিটন। তিনি বলেছেন,‘দেখেন বৃষ্টি জিনিসটাতো আমার হাতে নাই। আমরা যদি আগামীকাল সকালে শুরুতে ভালো বোলিং করি তাহলে যেকোনো কিছু হতে পারে। উইকেটে নতুন বলে সহায়ক। আমরা যদি দ্রুত উইকেট পেয়ে যাই, মোমেন্টাম একবার আমাদের হাতে চলে আসে একবার, আমরা সহজেই কামব্যাক করতে পারবো এখান থেকে।’