এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৯ পিএম
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে নীরবতা ভেঙেছেন নাজমুলের নেতৃত্বধীন বোর্ডের পরিচালক দুর্জয়।
বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
কালের কণ্ঠকে দুর্জয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক বিসিবি পরিচালক।