ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আড়াই কোটি কর্মসংস্থান সৃষ্টি, করছাড় বাড়ানো হবে ১০ গুণ! প্রতিশ্রুতি কমলার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৯ পিএম

আড়াই কোটি কর্মসংস্থান সৃষ্টি, করছাড় বাড়ানো হবে ১০ গুণ! প্রতিশ্রুতি কমলার

 

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে জনসভায় কমলা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি অন্তত আড়াই কোটি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। যাঁরা সেই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের করছাড়ের হার ১০ গুণ বাড়বে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী কমলা হ্যারিস বুধবার এই প্রতিশ্রুতি দিলেন।

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে ডেমোক্র্যাটিক পার্টির জনসভায় কমলা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন। সেই সঙ্গে তাঁর ঘোষণা, ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড়ের সীমা ৫,০০০ ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হবে।

জো বাইডেন সরকারের ভাইস প্রেসিডেন্ট কমলা সরাসরি তাঁর প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জমানার আর্থিক নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীনই আমেরিকার নাগরিকদের কর্মসংস্থান কমতে শুরু করে। ছোট ব্যবসায়ীদের সঙ্কট বাড়তে থাকে। আমেরিকায় ছোট ব্যবসায়ীর সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। বেসরকারি ক্ষেত্রে যত মানুষ যুক্ত, তাঁদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্মচারী। প্রেসিডেন্ট নির্বাচনে এ বার সেই ভোটব্যাঙ্কেই ‘নজর’ কমলার।