ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফ্রান্স কোচ দেশম এমবাপ্পের গোলখরা নিয়ে চিন্তিত নন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৯ পিএম

ফ্রান্স কোচ দেশম এমবাপ্পের গোলখরা নিয়ে চিন্তিত নন

 ফ্রান্স কোচ দেশম এমবাপ্পের গোলখরা নিয়ে চিন্তিত নন

 কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে শুরু থেকে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। তবে আন্তর্জাতিক বিরতির আগে জোড়া গোল করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। কিন্তু জাতীয় দলে যোগ দেওয়ার পর আবারও নিজের ছায়া হয়ে আছেন তিনি। তবে দলের অধিনায়কের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে গত জুনে দলের প্রথম ম্যাচে নাকে চোট পান এমবাপ্পে। এরপর থেকেই ছন্দহীনতায় ভুগছেন তিনি। রিয়ালের হয়ে বিবর্ণ সময় কাটানোর পর জাতীয় দলের হয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ এই বিশ্বকাপজয়ী তারকা।

উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন এমবাপ্পে। কিন্তু প্যারিসে ৩-১ গোলে পরাজিত হওয়ার ম্যাচে গোলের দেখা পাননি তিনি। সোমবার বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দলের অধিনায়ক ও আতোঁয়া গ্রিজমানকে ছাড়াই প্রথম একাদশ সাজান দেশম।

৬৭তম মিনিটে বদলি হিসেবে নেমে কিছুটা ঝলক দেখান এমবাপ্পে। শেষ ১০ মিনিটে দুটি গোলের চেষ্টা করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে দেশম বলেন, “ফরাসি দল সবসময় তার সঙ্গে আরও শক্তিশালী হয় এবং আমি নিশ্চিত যে এক মাসের মধ্যে সে আরও ভালো হবে। তার ক্লাবে অনেক বড় প্রত্যাশা রয়েছে। কিলিয়ানকে নিয়ে আমার কোনো উদ্বেগ নেই।

পিএসজি ছেড়ে চলতি মৌসুমে রিয়ালে যোগ দেন এমবাপ্পে। স্বপ্নের ক্লাবের হয়ে উয়েফা সুপার কাপে নিজের প্রথম ম্যাচে গোলের দেখা পেলেও লা লিগায় ছিলেন একদমই নিষ্প্রভ। লিগে প্রথম তিন ম্যাচে দেখা পাননি কোনো গোলের। চতুর্থ ম্যাচে এসে রিয়াল বেতিসের বিপক্ষে গোল খরা কাটান তিনি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি