ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

টানা পঞ্চমবারের মতো গ্রেকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯ পিএম

টানা পঞ্চমবারের মতো গ্রেকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

টানা পঞ্চমবারের মতো গ্রেকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

ইরানের অনূর্ধ্ব-২০ গ্রেকো-রোমান কুস্তি দল বুধবার স্পেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে।

জাতীয় অনূর্ধ্ব-২০ ইরানি কুস্তি দল চারটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতে স্পেনের পন্টেভেদ্রায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।

৫৫ কেজিতে আলি আহমাদি ওয়াফা, ৬০ কেজিতে মোহাম্মদ মাহদি ঘোলামপুর, ৬৭ কেজিতে আহমাদরেজা মোহসেনেজাদ এবং ৭৭ কেজিতে আলিরেজা আবদেভালি চারটি স্বর্ণপদক জিতেছেন।

অন্যদিকে, আবুলফজল ফাথি জাঙ্গি ১৩০ কেজিতে রৌপ্য পদক এবং এরফান জারকানি ৬৭ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন।

এবার দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চমবার শিরোপা জয় করল ইরান।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি