ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে এসি মিলান, লিভারপুল ও রিয়ালসহ  ১২ দল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯ পিএম

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে এসি মিলান, লিভারপুল ও রিয়ালসহ  ১২ দল

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে এসি মিলান, লিভারপুল ও রিয়ালসহ  ১২ দল

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার এবার হবে নতুন নিয়মে। ৩২ দলের পরিবর্তে এবারের আসরে অংশ নিচ্ছে ৩৬ দল। তার পাশাপাশি সব দলকে একটি গ্রুপে রাখা হয়েছে। তাই তো প্রথম ম্যাচ ডে’র প্রথম দিনেই ছয় ম্যাচে নামছে ১২টি দল। 

নতুন এই মৗেসুমের নতুন নিয়মে লিগ পর্বে মোট আটটি ‘ম্যাচ ডে’–তে খেলা হবে, অন্যভাবে যা ‘প্রথম রাউন্ড’ বা ‘প্রথম সপ্তাহ’ও বলা যায়। এর মধ্যে প্রথম সপ্তাহে খেলা টানা তিন রাত। প্রতি রাতে ১২টি করে তিন রাতে খেলবে ৩৬ দল। পরের ম্যাচ ডে-গুলোতে অবশ্য খেলা হবে দুই রাত, প্রতি রাতে নামবে ১৮টি করে দল। চ্যানেল২৪

প্রথম ‘ম্যাচ ডে’ বা প্রথম সপ্তাহের প্রথম রাতে নামতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং সাবেক ছয় চ্যাম্পিয়ন লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলা। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে লিভারপুল আর এসি মিলান আবার মুখোমুখি। রাতের সবচেয়ে বড় ম্যাচও এটিই।

মুখোমুখি হচ্ছে এসি মিলান-লিভারপুল : এই ম্যাচটিকে বলা যায় ১৩ ট্রফির লড়াই। অনেকের চোখেই লিভারপুল ও এসি মিলানের ম্যাচ মানে ২০০৫ আসরের সেই ফাইনাল, ফুটবল ইতিহাসে যা অন্যতম নাটকীয় এবং রোমাঞ্চকর লড়াই হিসেবে পরিচিত। ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান ৬ বার জেতা ইংলিশ প্রতিপক্ষকে আতিথেয়তা দেবে নিজেদের মাঠে। বাংলাদেশ সময় রাত ১টা মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ২ তে। 

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্টুটগার্ট : গত মৌসুমে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ আর ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার প্রথম ম্যাচেই আরেক জার্মান ক্লাব স্টুটগার্ট। বায়ার্ন, বরুসিয়ার তুলনায় স্টুটগার্ট অবশ্য ‘পুঁচকে’ই, ২০১০ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লীগে ফিরেছে। বাংলাদেশ সময় রাত ১টা মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১ তে। 

বায়ার্ন মিউনিখ মুখোমুখি দিনামো জাগরেব : চ্যাম্পিয়নস লিগে টানা ২০ বছর ধরে মৌসুমের প্রথম ম্যাচে হারেনি বায়ার্ন মিউনিখ। এমনকি গ্রুপ পর্বে টানা ৪০ ম্যাচ ধরে অপরাজিত ৬ বারের চ্যাম্পিয়নরা। সেই বায়ার্নই এবার শুরুটা করছে নিজের মাঠে, প্রতিপক্ষ ক্রোয়াট ক্লাব দিনামো জাগরেব। বাংলাদেশ সময় রাত ১টা মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ৫ তে। 

জুভেন্টাসের প্রতিপক্ষ আইন্দহফেন: টানা ১১ আসর মূল পর্বে খেলার পর ২০২৩-২৪ আসরে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারেনি জুভেন্টাস। এবার তুরিনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ গত বছর শেষ ষোলোয় খেলা আইন্দহফেন। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১ তে।
ইয়ং বয়েজ বনাম অ্যাস্টন ভিলা: ৪১ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে অ্যাস্টন ভিলা। ১৯৮১–৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ জেতা ইংলিশ ক্লাবটি গত বছর উনাই এমিরির অধীন প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ৫ তে।

স্পোর্তিং লিসবনের প্রতিপক্ষ লিল: পরের ম্যাচ ডে–তে স্পোর্তিং যাবে পিএসভি আইন্দহফেনের মাঠে, আর নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে লিল। বড় ম্যাচের আগে পর্তুগিজ ও ফরাসি দুই ক্লাবের নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা সুযোগই এটি। স্পোর্তিং অবশ্য গত আসরেই শেষ ষোলোয় খেলেছে। লিল প্রথম পর্ব টপকাতে পেরেছে সর্বশেষ ২০২১–২২ মৌসুমে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ২ তে।