এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
ইউক্রেনে শীর্ষ বিরোধীদলকে নিষিদ্ধ করা হলো
ইউক্রেনের বিরোধী জোট ওপিপিএল-কে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের একটি আদালত গতকাল (সোমবার) এই পদক্ষেপ নিয়েছে। বিচার মন্ত্রণালয় ফেইসবুক পোস্টে দেয়া এক ঘোষণায় বলেছে, ওপিপিএল’র সমস্ত সম্পদ ও সম্পত্তি এবং তহবিল সবই রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরের অষ্টম প্রশাসনিক আপিল আদালত ওপিপিএল জোট নিষিদ্ধ করার আদেশ দেয়। দেশটির বিচার মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই ব্যবস্থা নেয়। নিষিদ্ধ হওয়ার আগে দলটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম দল ও জোট হিসেবে পরিগণিত ছিল।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর মার্চ মাস থেকে এই জোট রাজধানী কিয়েভে তার সমস্ত কার্যক্রম স্থগিত রেখেছে। এই জোট ও তার নেতাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়ে থাকে যে, রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে যা ইউক্রনের স্বার্থের পরিপন্থি।
ইউক্রেনের বিচার মন্ত্রণালয় ফেইসবুক পোস্টে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য এরইমধ্যে ১১টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এসব সংগঠন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছিল বলে সন্দেহ করা হয়।।পার্সটুডে/এনবিএস/২০২২/একে