এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথেও। রুখে দাঁড়িয়েছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে। ছাত্র-জনতার আন্দোলনে জয়ী হওয়ার পরও কথা বলেছেন দেশের মানুষের পক্ষ হয়ে।
এদিকে, ছাত্র আন্দোলন ও আওয়ামী সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী বাঁধনকে নিয়ে একটি মন্তব্য করেছেন। হাসিনা সরকারের বিরুদ্ধে বাঁধন সাহসিকতার প্রশংসাও করেছেন পিনাকী।
এক ফেসবুক পোস্টে পিনাকী লিখেছেন, ‘আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে।’
তিনি আরও লিখেছেন, ‘জুলাই-আগষ্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হয়ে ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হত। সে দ্বিধা করেনি জনতার পক্ষে দাঁড়াতে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘ওরা যা খুশি বলুক। ভয় পেয় না, মন খারাপ করিও না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না।’
পিনাকীর পোস্টটি নজর এড়ায়নি বাঁধনের। সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকীকে ধন্যবাদও জানান বাঁধন, সঙ্গে নিজের ফেসবুকেও সেটি শেয়ার করেন এই অভিনেত্রী।
পিনাকী ও বাঁধন- একই পোস্টের উভয়ের মন্তব্য ঘরেই নেটিজেনরা অভিনেত্রীর এই অবস্থানের প্রতি ভূয়সী প্রশংসা করছেন।